• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

অবকাঠামো উন্নয়নে বাংলাদেশকে এডিবির ৫ কোটি ডলার ঋণ অনুমোদন

আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২০, ১০:২৮
ADB logo
এডিবির লোগো

বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় অবকাঠামো প্রকল্পের জন্য পাঁচ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির এই ঋণ সরকারি সংস্থাগুলোকে পিপিপির অধীনে অবকাঠামো উপ-প্রকল্পগুলো বাস্তবায়নে সহায়তা করবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) এডিবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আর্থিক মধ্যস্থতাকারী ঋণ বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সক্ষমতা জোরদার করবে। অবকাঠামোগত প্রকল্পগুলোকে স্থানীয় মুদ্রায় দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার জন্য সরকার এটি প্রতিষ্ঠা করেছে। পিপিপি কর্মসূচিকে সহায়তা ও পাইপলাইনে থাকা প্রকল্পগুলো বাস্তবায়নে বিআইএফএফএল’র দীর্ঘদিনের অংশীদার এডিবি।

এডিবির মূল আর্থিক সেক্টরের বিশেষজ্ঞ ডংডং জাং বলেন, এ সহায়তা পিপিপির অধীনে অবকাঠামো প্রকল্পগুলো উন্নয়নে সরকারের সক্ষমতা জোরদার করতে সহায়তা করবে এবং বৃহত্তর বেসরকারি অবকাঠামোগত বিনিয়োগের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বাংলাদেশ করোনা মহামারির প্রভাব কাটিয়ে উঠতে শুরু করেছে। এ সময় দেশের অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য পিপিপি গুরুত্বপূর্ণ হাতিয়ার।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খসড়া অনুমোদন, ধারণ করা যাবে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার অডিও-ভিডিও 
নতুন কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হচ্ছে না: রিজওয়ানা হাসান
প্রাথমিকে সাড়ে ৯ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অনুমোদন
অনুমোদন ছিল ২৪২০ টনের, ভারতে ইলিশ গেল ৫৩৩ মেট্রিক টন