ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

টানা দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

আরটিভি নিউজ

সোমবার, ২৫ অক্টোবর ২০২১ , ০৩:২৮ পিএম


loading/img
ছবি: সংগ্রহীত

পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেন তারা। 

বিজ্ঞাপন

জানা গেছে, গত কয়েক দিন ধরে দেশের পুঁজিবাজারে বড় দরপতনের মাধ্যমে লেনদেন চলছে। গতকাল (রোববার) সপ্তাহের প্রথম কার্যদিবস বড় পতন হয়। তবে সোমবার আড়াই ঘণ্টায় ১৬৪ পয়েন্টের পতন সব ছাড়িয়ে যায়। এ অবস্থায় রাস্তায় নামতে বাধ্য হয় বিনিয়োগকারীরা।

বিনিয়োগকারীদের দাবি, দ্রুত দরপতন থেকে পুঁজিবাজারকে উত্থানে ফেরানোর পাশাপাশি গত ১০ অক্টোবর থেকে চলা এ দরপতনের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

এদিকে এরইমধ্যে ১০ অক্টোবরের ৭৩৬৮ পয়েন্টের সূচক আজ (সোমবার) দুপুর ১২টা ৩৬ মিনিটে ৬৮৪১ পয়েন্ট নেমে যায়। এ ক্ষেত্রে সূচক কমে ৫২৭ পয়েন্ট বা ৭ শতাংশ।

আরএ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |