ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

এবার ডাকাতির শিকার উমেশ যাদবের পরিবার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৯ জুলাই ২০১৭ , ০৪:০৫ পিএম


loading/img

ক’দিন আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারের নায়ক যোগীন্দর শর্মার বাবাকে ছুরি মেরে তাদের দোকান লুট করে ডাকাতরা। হরিয়ানার এ ক্রিকেটারের পারিবারিক দুর্ঘটনার রেশ না কাটতেই ফের ডাকাতির কবলে পড়লো আরেক ভারতীয় ক্রিকেটারের পরিবার। এবার সাবেক কোনো ক্রিকেটারের পরিবার নয়, ডাকাতির শিকার হলো খোদ বর্তমান ভারতীয় দলের বোলিং আক্রমণের কর্ণধার উমেশ যাদবের পরিবার।

বিজ্ঞাপন

ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, গেলো সোমবার নাগপুরের শঙ্কর নগরে উমেশের ফ্ল্যাটের তালা ভেঙে দু’টি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার রুপি ডাকাতি করেছে ডাকাতরা। ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। সন্ধ্যা ৭টায় সবাই বাড়ি থেকে বেরিয়ে যান, ফেরেন রাত ৩টায়।  

এএনআই’র প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ফোন দু’টি ছিল উমেশের মায়ের এবং রুপিগুলো ছিল তার স্ত্রীর। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

বিজ্ঞাপন

নাগপুর পুলিশের ভাষ্য, আমরা ঘটনাটি জেনেছি। এদিন সন্ধ্যা ৭টা-রাত ৯টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। সম্ভবত ঘরের জানালা দিয়ে ঢোকে ডাকাতরা। এরই মধ্যে সন্দেহভাজন হিসেবে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে উমেশের পরিবার।   

উমেশের উঠে আসার গল্পটা রূপকথার গল্পকেও হার মানাবে। বাবা ছিলেন খনি শ্রমিক। দারিদ্র্যের কষাঘাতে হতে চেয়েছিলে কনস্টেবল। তবে মেধা ও পরিশ্রমের বলে ভাগ্যক্রমে হয়েছেন তারকা বোলার। বর্তমানে তিনি বিশ্বের সবচে’ ক্ষমতাধর ক্রিকেট পরাশক্তির বোলিং আক্রমণের কর্ণধার। সম্প্রতি তিনি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নাগপুর অফিসে সহকারি ব্যবস্থাপক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ৩১ টেস্ট, ৭০ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলেছেন উমেশ। টেস্টে তার উইকেট ৮৮টি, সেরা ৫/৯৩। ওয়ানডেতে উইকেট সংখ্যা ৯৮টি, সেরা ৪/৩১। ১৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে সবশেষ সিরিজ জেতাতে অগ্রণী ভূমিকা রাখেন তিনি।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |