বুধবার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে
দেশের কিছু এলাকায় বুধবার (২১ জুন) তফসিলি সকল ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়েছে।
এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ জুনের প্রজ্ঞাপন মোতাবেক রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন ও ৩টি পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে আগামী ২১ জুন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ থাকবে।
উল্লেখ্য, আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নারায়ণগঞ্জ জেলার গোপালদী পৌরসভা, টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভা ও বগুড়া জেলার তালোড়া পৌরসভার সাধারণ নির্বাচনও একইদিন অনুষ্ঠিত হবে। এই ৫টি নির্বাচনী এলাকায় ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে।
মন্তব্য করুন