• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেল ‘বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’

আরটিভি নিউজ

  ৩০ জানুয়ারি ২০২৪, ১১:৫৪
ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার ২০২৪’-এ সেরা প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

গত ২৪ থেকে ২৭ জানুয়ারি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ১৬তম ফেয়ারে এ পুরস্কার প্রদান করা হয়।

বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবদুল হামিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এমপি মোরশেদ আলম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

নির্বাচিত শ্রেষ্ঠ প্যাভিলিয়নগুলোকে পুরস্কার বিতরণ করেন মোরশেদ আলমসহ অন্যরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিএল টি-টোয়েন্টিতে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?
জাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দিতে বিশপের সুপারিশ 
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস
সিনেমার পর এবার ওয়েবে মুন্না