• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

এবার ইউসিবির সঙ্গে একীভূত করা হচ্ছে ন্যাশনাল ব্যাংক

আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২৪, ০০:৪৪
ন্যাশনাল ব্যাংক, ইউসিবি
ফাইল ছবি

এবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সঙ্গে একীভূত হচ্ছে ন্যাশনাল ব্যাংক। মঙ্গলবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গভর্নর আব্দুর রউফ তালুকদার ইউসিবি ব্যাংকের একজন পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালককে ডেকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে ইউসিবির কর্তৃপক্ষকে একীভূত করার বিষয় উদ্যোগ নেওয়া কথা জানানো হয়। তবে এসময় বৈঠকে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষের কেউ উপস্থিত ছিলেন না।

একীভূত হওয়া নিয়ে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ দ্বিধাবিভক্ত হলেও এটিকে একীভূত করতে চাচ্ছে সরকার। এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হয়নি।

গত এক মাসে এ নিয়ে সরকারি-বেসরকারি মিলিয়ে ১০টি ব্যাংকের একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বেসরকারি সিটি ব্যাংকের সঙ্গে সরকারি মালিকানাধীন বেসিক ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়। ওই দিন সিটি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে ডেকে এ সিদ্ধান্তের কথা জানান গভর্নর আব্দুর রউফ তালুকদার। ওই বৈঠকেও বেসিক ব্যাংকের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

এর আগে সরকারি দুটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত হয়। এগুলো হলো, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে (বিডিবিএল) এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। এছাড়া সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বিডিবিএল। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) যুক্ত হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে। একীভূত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট ব্যাংককে জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

এর আগে অনিয়ম-জালিয়াতিতে বিভিন্ন সংকটে পড়া পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক) শ‌রীয়াহভি‌ত্তিক বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার বিষয় ঘোষণা দেওয়া হয়। এটা একীভূত করা প্রথম সিদ্ধান্ত। গত ২৫ মার্চ বেসরকারি খাতের এ দুই ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়। পদ্মা ব্যাংকের পর সরকারি খাতের দুই ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেয় সরকার।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকে তলব
এস আলমের ঋণ জালিয়াতি : বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব
নভেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি টাকা
সার আমদানির ঋণপত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ