• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

জিএসপি পুনর্বহালের সিদ্ধান্ত নিয়ে কিছু জানে না মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়

আরটিভি নিউজ

  ২১ মে ২০২৪, ১২:১০
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। ফাইল ছবি

বাংলাদেশি পণ্যের জন্য যুক্তরাষ্ট্র জিএসপি (যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা) পুনর্বহাল করবে কি না, সে সম্পর্কে কিছু জানা নেই বলে জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

অথচ, সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সঙ্গে সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর থেকে তুলে নেওয়া জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চায়।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২০ মে) স্টেট ডিপার্টমেন্টের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে মিলারের দৃষ্টি আকর্ষণ করেন বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।

জবাবে মিলার বলেন, জিএসপি সুবিধা পুর্নবহালের ঘোষণা সম্পর্কে তার কিছু জানা নেই।

গত বুধবার (১৫ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেসময় দু’দিনের বাংলাদেশ সফরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে লু’র সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ডোনাল্ড লু বলেছেন, আগে যে ‘জিএসপি’ সুবিধা পেতাম, সেটি তারা (যুক্তরাষ্ট্র) ফিরিয়ে দিতে চায়। সেজন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটি আমরা রিভিউ করছি। এটি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনাও হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে দাবানলে পিছিয়ে গেল অস্কার আয়োজন
লস অ্যাঞ্জেলেসে দাবানলের মধ্যেই চলছে চুরি ও লুটপাট
যুক্তরাষ্ট্রে দাবানল ঠেকাতে আজান দেওয়ার দাবি, যা জানা গেল