আট মাসে তৈরি পোশাকের দাম কমেছে ১৬ শতাংশ: বিজিএমইএ
গত আট মাসে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের দাম ৮ শতাংশ থেকে ১৬ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। বিশ্বব্যাপী চলমান মূল্যস্ফীতির চাপে বাংলাদেশি পোশাকের প্রতি বৈশ্বিক চাহিদা হ্রাস পাওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংগঠনটি।
বিজিএমইএর দেওয়া তথ্য অনুযায়ী, শুধু পোশাকের দাম নয় বরং পোশাক রপ্তানির পরিমাণও কমেছে। ২০২৩-২৪ অর্থ বছরের জুলাই-এপ্রিল সময়কালে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ৭ শতাংশ এবং ইউরোপিয়ান ইউনিয়নে পোশাক রপ্তানি ১৩ শতাংশ হ্রাস পেয়েছে।
এই বছরের এপ্রিল পর্যন্ত পোশাক রপ্তানি ৪ দশমিক ৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত অর্থ বছরে ছিল ৯ দশমিক ৯ শতাংশ।
শনিবার (১ জুন) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিজিএমইএর প্রেসিডেন্ট এস এম মান্নান কচি জানান, গত পাঁচ বছরে ব্যাংকের সুদের হার বেড়েছে ১৫ শতাংশ এবং উৎপাদন খরচ বেড়েছে ৫০ শতাংশ। গ্যাস ও বিদ্যুতের মূল্য এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়ায় পোশাক উৎপাদনের খরচ বেড়েছে।
এ সময় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে বিনিয়োগের ব্যবস্থা না রাখায় বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান কচি।
মন্তব্য করুন