• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে বাংলাদেশিদের

আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২৪, ২০:৪২
ফাইল ছবি

দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে চলতি বছরের এপ্রিল মাসে ৫০৭ কোটি টাকা খরচ করেছেন। এর আগের মাস মার্চে খরচ করেছিলেন ৫০৩ কোটি ৫০ লাখ টাকা। সে হিসাবে মার্চের তুলনায় এপ্রিলে দেশের বাইরে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা।

অন্যদিকে এপ্রিল মাসে বিদেশিরা বাংলাদেশে লেনদেন করেছেন ২০০ কোটি টাকার।

ক্রেডিট কার্ডে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরের এপ্রিলে বাংলাদেশিরা দেশের বাইরে ক্রেডিট কার্ডে ৫০৭ কোটি টাকা খরচ করেছেন। সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কয়েকটি দেশে। এর মধ্যে রয়েছে- ভারত, আমেরিকা, থাইল্যান্ড ও আরব আমিরাত। ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচের ৫০ শতাংশই এই চার দেশে হয়ে থাকে।

বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যান। সম্প্রতি দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ভারতে। গত এপ্রিল মাসে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৯৭ কোটি ৯০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৯ দশমিক ৩১ শতাংশ।

একই ভাবে এপ্রিলে যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশিরা ৬৬ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৩ দশমিক ১২ শতাংশ। থাইল্যান্ডে ৪৬ কোটি ৬০ লাখ টাকা এবং আরব আমিরাতে খরচ হয়েছে ৪০ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া সৌদি আরবে ৩৭ কোটি, সিঙ্গাপুরে ৩৫ কোটি ৭০ লাখ, যুক্তরাজ্যে ৩১ কোটি ৮০ লাখ এবং কানাডায় প্রায় ২৫ কোটি টাকা কার্ডে খরচ করেছেন বাংলাদেশিরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলার অনুযায়ী, কোনো বাংলাদেশি বিদেশে গিয়ে এক বছরে সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বাংলাদেশি মুদ্রা খরচ করতে পারেন। এ অর্থ সরাসরি সঙ্গে করে নিয়ে যেতে পারেন, আবার কার্ডের মাধ্যমে খরচ করতে পারেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বীজের চড়া দামে রাজবাড়ীতে পেঁয়াজ-রসুন আবাদে খরচ বাড়ছে
মুজিব বর্ষের খরচ ১২শ’ কোটির বেশি, চলতি অর্থবছরের বরাদ্দ বাতিল
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৭ নভেম্বর)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৪ নভেম্বর)