• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

ভারত থেকে ২৭৩ কোটি টাকার ডিজেল কিনবে সরকার 

আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২৪, ২০:৩৩
ভারত থেকে ২৭৩ কোটি টাকার ডিজেল কিনবে সরকার 
ফাইল ছবি।

ভারতের নুমালীগড় রিফাইনারী লিমিটেড থেকে ২৭৩ কোটি ৬৭ লাখ টাকার ৩০ হাজার টন ডিজেল আমদানি করবে সরকার।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান, জি-টু-জি প্রক্রিয়ায় জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য এই ডিজেল আমদানি করা হবে।

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইনের মাধ্যমে এই ডিজেল শিলিগুড়ি মার্কেটিং টার্মিন্যাল থেকে বাংলাদেশের পর্বতীপুর ডিপোতে সরাসরি আমদানি হবে।

এ ছাড়া সুইজারল্যান্ডের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৫৮৩ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৫২৮ টাকার এক কার্গো এলএনজি কেনারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে, গত ৩ জুলাই ৬০৯ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৮৯৭ টাকা দিয়ে এক কার্গো এলএনজি আমদানি ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

মন্তব্য করুন

Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিসা কার্যক্রম নিয়ে নতুন করে যা জানাল ভারত
হতাহতের তথ্য-প্রমাণ লোপাটকারীদের শাস্তি দেবে সরকার
সাকিবকে দেশে ফিরতে সরকার নিষেধ করেনি: রিজওয়ানা হাসান
পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন আশরাফ হোসেন