• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

স্বাভাবিক হয়েছে এটিএম বুথের কার্যক্রম

আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২৪, ১৩:০৪
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলন এবং শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে রাজধানীর বিভিন্ন এলাকায় এটিএম বুথ বন্ধ রেখেছে ব্যাংকগুলো। ফলে নগদ টাকার সংকটে পড়েছেন অনেক গ্রাহক। প্রায় এক সপ্তাহ ধরে সেবা প্রাপ্তি নিয়ে বিড়ম্বনার পর আজ স্বাভাবিক হয়েছে এটিএম বুথের কার্যক্রম।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে বন্ধ থাকা বুথগুলো সচল করা হয়।

পুলিশের কর্মবিরতির কারণে বুথে টাকা পাঠানোর থেকে বিরত থাকে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো। অর্থ সংকটে বন্ধ হয়ে যায়, সারাদেশের বেশিরভাগ বুথ। কিছু কিছু এটিএমে টাকা পাওয়া গেলেও প্রত্যাশিত পরিমাণ উত্তোলন করতে পারেননি গ্রাহকরা।

এদিকে, গতকাল সোমবার থেকেই বুথে টাকা পাঠানোর কার্যক্রম শুরু হয়। নিরাপাত্তা কর্মীরা জানিয়েছেন, গ্রাহকরা এখন স্বস্তিতে প্রত্যাশিত পরিমাণ অর্থ তুলতে পারছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৬৭ জনের বিরুদ্ধে মামলা
নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
মুদি দোকানের শাটারে ঝোলানো বোমাসদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী