• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

ইসলামী ব্যাংকের পর্ষদ ভাঙার সিদ্ধান্ত 

আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২৪, ১৬:৩০

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ভাঙার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দু-এক দিনের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে। পর্ষদ ভেঙে সরকারের সহযোগিতায় ছোট আকারে বোর্ড গঠন করে দেওয়া হবে। আপাতত ব্যাংকটিতে সব স্বতন্ত্র পরিচালক দেওয়া হবে।

বুধবার (২১ আগস্ট) সকালে ইসলামী ব্যাংকের সাবেক চারজন পরিচালকের সঙ্গে গভর্নর ড. আহসান এইচ মনসুরের বৈঠক হয়। এরপর তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানান।

গভর্নর বলেন, এখন ইসলামী ব্যাংকে এস আল‌ম গ্রুপ বা তার স্বার্থ সং‌শ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান ছাড়া অন্য কা‌রও না‌মে এককভা‌বে দুই শতাংশ শেয়ারের মালিক নেই। তাই পরবর্তী‌তে যখন কো‌নো শেয়ার‌হোল্ডার দুই শতাংশ শেয়ারের মা‌লিক হ‌বেন তখন তা‌দের ম‌ধ্য থে‌কে প‌রিচালক নি‌য়োগ দেওয়া হ‌বে।

উল্লেখ্য, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের মালিকানা নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের হাতে। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসসি পাসেই চাকরি দিচ্ছে ওয়ালটন
ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদনের শেষ সময় ২৮ ডিসেম্বর
রাতে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা
সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়