• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বন্যার্তদের একদিনের বেতন দেবে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আরটিভি নিউজ

  ২৪ আগস্ট ২০২৪, ২০:২৪
বন্যার্তদের একদিনের বেতন দেবে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা
ফাইল ছবি।

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (২৪ আগস্ট) ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মার্কেন্টাইল ব্যাংক জানায়, দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকার বন্যাপীড়িত মানুষকে সহযোগিতার জন্য মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণে তহবিলে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, বন্যার্তদের সহায়তায় জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন, মন্ত্রিপরিষদ বিভাগ, র‍্যাব, শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও তাদের একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই এতোমধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সেই অর্থ জমাও দিয়েছেন।

উল্লেখ্য, বন্যায় এখন পর্যন্ত ১১ জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে। পানিবন্দি হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৯০১ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫০ লাখ ৯৩ হাজার ৫৩০ জন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
বাতিল হলো বন্যার ‘সুরের ধারা’র জমির লিজ
বন্যাত্তোর কৃষক-শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে ইটভাটা রক্ষার দাবি 
বিক্ষোভের মুখে শিল্পকলায় নাটকের প্রদর্শনী বন্ধ, মুখ খুললেন বন্যা মির্জা