বন্যার্তদের একদিনের বেতন দেবে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার (২৪ আগস্ট) ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মার্কেন্টাইল ব্যাংক জানায়, দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকার বন্যাপীড়িত মানুষকে সহযোগিতার জন্য মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণে তহবিলে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, বন্যার্তদের সহায়তায় জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন, মন্ত্রিপরিষদ বিভাগ, র্যাব, শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও তাদের একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই এতোমধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সেই অর্থ জমাও দিয়েছেন।
উল্লেখ্য, বন্যায় এখন পর্যন্ত ১১ জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে। পানিবন্দি হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৯০১ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫০ লাখ ৯৩ হাজার ৫৩০ জন।
মন্তব্য করুন