• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

ন্যাশনাল লাইফের ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭

দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ থেকে ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন। আইসিএবির প্রেসিডেন্ট মো. ফোরকান উদ্দিন এফসিএ ও জুরি বোর্ডের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এফসিএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবি বাংলাদেশে পেশাজীবী হিসাববিদদের জাতীয় সংস্থা। ২০২৩ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য আইসিএবি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করে।

উল্লেখ্য, দেশের জীবন বীমা সেক্টরে একমাত্র ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দ্বিতীয়বারের মতো মর্যাদাশীল এই অ্যাওয়ার্ড অর্জন করল।

আরটিভি/ ডিসিএনই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘৪০ বছরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সে ৭০ লাখ গ্রাহক একীভূত হয়েছেন’
বগুড়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবি পরিশোধ
দ্বিতীয় বার সাফা গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সাফল্যের ৪০ বছর উদযাপিত