• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালু করল এনবিআর

আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৪
ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালু করল এনবিআর
ফাইল ছবি

আনুষ্ঠানিকভাবে ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে করদাতারা সহজেই রিটার্ন দাখিল ও কর পরিপালন করতে পারবেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব ভবনে ই-রিটার্ন সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের হেড কো-অপারেশনের প্রধান মিশেল ক্রেজা।

ইউরোপীয় ইউনিয়নের পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামের সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সার্ভিস সেন্টারটি পরিচালিত হচ্ছে।

এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের দ্রুত ও মানসম্মতভাবে সেবা দিতে জাতীয় রাজস্ব বোর্ড সমস্ত লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় মিশেল ক্রেজা এনবিআরকে ই-রিটার্ন সিস্টেমের সফল বাস্তবায়ন ও এই সার্ভিস সেন্টার প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ জানান ও ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহায়তার কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর কারাগারে
‘স্পিরিট অব জুলাই’ কনসার্টের টিকিট ভ্যাটমুক্ত
তিন দিনের রিমান্ডে এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর