• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

সপ্তাহে একদিন রেপোর মাধ্যমে টাকা পাবে ব্যাংক

আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২৪, ১১:১৪
ফাইল ছবি

সপ্তাহে একদিন বাংলাদেশ ব্যাংক থেকে রেপোর মাধ্যমে টাকা ধার করতে পারবে বাণিজ্যিক ব্যাংক, আগে যা সপ্তাহে দুইদিন ছিল। কোনো ব্যাংকের তারল্যের প্রয়োজন হলে রেপোর বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুধু মঙ্গলবার টাকা নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। আগে সোমবারও এ সুবিধা পেত ব্যাংকগুলো।

আগামী ১ নভেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে সোমবার এক সার্কুলারে বলেছে বাংলাদেশ ব্যাংক। আর মঙ্গলবার সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকলে পরের দিন নিলাম অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ঋণের শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে রেপোতে ধার করার নীতিতে পরিবর্তন আনলো বাংলাদেশ ব্যাংক।

এর আগে, প্রতি সপ্তাহে দুদিন রেপোতে ধার নেওয়ার সুযোগ ছিল। সোমবার (২১ অক্টোবর) এ বিষয়ে সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বলা হয়েছে, রিজার্ভ মেইনটেন্যান্স পিরিয়ডের (আরএমপি) দিন ব্যাংকগুলো তাদের ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) বজায় রাখতে ওভারনাইট রেপোতে টাকা নিতে পারবে। দেশের মুদ্রাবাজারকে শক্তিশালী করতে এবং মুদ্রা ব্যবস্থাপনার উন্নতির জন্য চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১ জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক দৈনিক রেপোতে টাকা ধার দেওয়া বন্ধ রাখে।

তবে প্রতি সপ্তাহে দুই দিন (সোম ও বুধবার) কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোকে রেপোতে টাকা ধার দেওয়া হতো। আর নতুন নিয়মে তা করা হচ্ছে শুধু মঙ্গলবার। ওইদিন কোনো ছুটি থাকলে তা আগে বা পরে করা যাবে। তবে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বিদ্যমান হারে প্রতিদিন অব্যাহত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপো বা রিপারচেজ অ্যাগ্রিমেন্ট এর মাধ্যমে স্বল্প মেয়াদে অর্থ ধার করে ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংক সরকারি সিকিউরিটিজ ক্রয় বা বিক্রয় করে টাকার সরবরাহ ও ঋণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে থাকে।

আরটিভি/এমএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্নাতক পাসে চাকরি দিচ্ছে পদ্মা ব্যাংক
এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক, ৮৭ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর আটক
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব স্থগিত