• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

‘হোটেলিয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন শাখাওয়াত হোসেন

আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১৫:৪৯

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন ‘হোটেলিয়ার অব দ্য ইয়ার ২০২৪’ পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ মনিটরের উদ্যোগে প্রথম ‘বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস ২০২৪’ আয়োজনে এ পুরস্কার দেওয়া হয়।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় গত ৫ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাখাওয়াত হোসেনের হাতে সম্মানসূচক এ পুরস্কারটি তুলে দেন প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পিএটিএ) চেয়ারম্যান পিটার এ. সিমোন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুুয়ীদ চৌধুরী এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের সিইও আবু তাহের মো. জাবের।

২০ বছরেরও বেশি সময় ধরে শাখাওয়াত হোসেন বাংলাদেশের আতিথেয়তা শিল্পে নতুনত্ব আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পিএইচডি করছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। শাখাওয়াত হোসেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের সিইও হওয়ার পাশাপাশি দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা প্রিমিয়াম রেসিডেন্স দেখভালের দায়িত্বও পালন করছেন।

নতুন সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় শাখাওয়াত হোসেন বলেন, এটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পুরো দলের কঠোর পরিশ্রম ও প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা আমাদের অতিথিদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং এই অর্জন আমাদেরকে আরও উচ্চতর মান অর্জনে উদ্বুদ্ধ করবে।

আরটিভি/ডিসিএনই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়