দুই দেশ থেকে এলএনজি আমদানির সিদ্ধান্ত
জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দুই দেশ থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, সুইজারল্যান্ডের মের্সাস টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৬১৮ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৮৮৪ টাকা ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ) ব্যয়ে এক কার্গো (২৩-২৪ নভেম্বর সময়ের জন্য ৩৩তম) এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া সিঙ্গাপুরের গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ৬৩৫ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৬৮০ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ) ব্যয়ে এক কার্গো (৪-৫ ডিসেম্বর সময়ের জন্য ৩৪তম) এলএনজি কিনবে সরকার।
এদিকে আরেকটি প্রস্তাবে কাতার থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে কাতারের মুনতাজাত থেকে ১৪০ কোটি ২৮ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে ৩০ হাজার টন ব্যাগড প্রিণ্ড ইউরিয়া সার আমদান কিনবে সরকার।
আরটিভি/আরএ/এসএ
মন্তব্য করুন