দুর্বল ব্যাংকগুলোর জন্য আরও তারল্য সহায়তার আহ্বান গভর্নরের
আর্থিক অনিয়মের ফলে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর তারল্য সংকট নিরসনে আরও বেশি অর্থ সহায়তা দেওয়ার জন্য সবল ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার (১১ নভেম্বর) ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করেছেন গভর্নর। বৈঠকে ডলার মার্কেট, দুর্বল ব্যাংকের পরিস্থিতি, ক্রেডিট কার্ড রেট, রাইট-অফ পলিসি, ব্যাংকারদের বাধ্যতামূলক ডিপ্লোমা পরীক্ষা এবং সার্বিক অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই দেশের দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ড. আহসান এইচ মনসুর।
একইসঙ্গে যেসব ব্যাংক ঋণপত্র বা এলসি দায় পরিশোধে বিলম্ব করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছেন গভর্নর।
বৈঠকে রাষ্ট্রায়ত্ত সোনালি, রুপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের এমডি এবং বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ্–বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, যমুনা ব্যাংক ও সাউথ-ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানিয়েছিলেন, অর্থ সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলোকে এখন পর্যন্ত ৫ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা করা হয়েছে। সব ব্যাংকই সময় অনুসারে গুরুত্ব সহকারে সংস্কার করবে বাংলাদেশ ব্যাংক। তবে এর মধ্যে ইসলামী ব্যাংকগুলোকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।
আরটিভি/এসএইচএম-টি
মন্তব্য করুন