• ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমলো ৫ শতাংশ

আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২৪, ২০:২৬
ছবি: সংগৃহীত

ভোজ্যতেল আমদানিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়, ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড মনে করে, এই ভ্যাট অব্যাহতির ফলে ভোজ্যতেলের দাম বাজারে সহনীয় পর্যায়ে থাকবে এবং ভোক্তাগণকে উচ্চমূল্যে ভোজ্যতেল কিনতে হবে না।

এর আগে, তেলের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে গত ১৭ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছিল।

প্রসঙ্গত, কম ভ্যাটে ভোজ্যতেলের এ আমদানি সুবিধা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোজ্যতেল আমদানিতে ফের ভ্যাট ছাড়
আরও ১৯ কোটি ডিম আমদানির অনুমতি পেল ৪৩ প্রতিষ্ঠান 
২ বছর পর বেনাপোল দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু
আমদানি অব্যাহত থাকলেও কমছে না আলু ও পেঁয়াজের দাম