আর্থিক সহায়তা পেল দুর্বল তিন ব্যাংক
তারল্য সংকট মেটাতে দুর্বল তিন বাণিজ্যিক ব্যাংককে আরও ২৬৫ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অর্থ সহায়তা পাওয়া ব্যাংকগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এক্সিম ব্যাংক।
আর্থিক সহায়তা প্রদান করেছে চারটি শক্তিশালী ব্যাংক। সহায়তা দেওয়া ব্যাংকগুলো হলো- ডাচ্-বাংলা ব্যাংক, দ্য সিটি ব্যাংক, পূবালী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত সপ্তাহে আরও সাতটি দুর্বল ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকা সহায়তা দেওয়া হয়। সহায়তা পাওয়া ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি ২ হাজার ৯৫ কোটি টাকা পেয়েছিল। সহায়তা দেওয়া ব্যাংকগুলোর মধ্যে ছিল- সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গত সোমবার ১৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক করেন। সভায় তিনি দুর্বল ব্যাংকগুলোর সহায়তা অব্যাহত রাখতে শক্তিশালী ব্যাংকগুলোকে অনুরোধ করেন।
এ ছাড়া গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে নগদ সহায়তা প্রদান বন্ধ করায় তাদের মধ্যে তারল্য সংকট সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে গভর্নর সবল ব্যাংকগুলো থেকে দুর্বল ব্যাংকগুলোকে নগদ সহায়তা দেওয়ার অনুমোদন দিলে সহায়তা প্রদান শুরু হয়।
আরটিভি/একে
মন্তব্য করুন