বাণিজ্য মেলায় থাকছে মুগ্ধ ও আবু সাঈদ কর্নার: ইপিবি
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ সালের ৮ জানুয়ারি শুরুর কথা থাকলেও তা বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকেই শুরুর সিদ্ধান্ত হয়েছে। ২৯তম এই মেলায় বেশ কিছু নতুন উদ্যোগ থাকবে। তার মধ্যে এবার মেলায় মুগ্ধ ও আবু সাঈদ কর্নার থাকবে বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন।
বুধবার (৪ ডিসেম্বর) ইপিবির নিজস্ব কার্যালয়ে বাংলাদেশের রফতানি খাতের হালনাগাদ তথ্য উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।
আনোয়ার হোসেন জানান, নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাণিজ্য মেলায় মুগ্ধ ও আবু সাঈদ কর্ণার থাকবে। যেখানে মেড ইন বাংলাদেশ পণ্য প্রদর্শন করা হবে।
সদ্য বিদায়ী নভেম্বরে দেশের রপ্তানি আয়ে বড় প্রবৃদ্ধি হয়েছে জানিয়ে ইপিবি ভাইস চেয়ারম্যান বলেন, গত নভেম্বরে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার, বছর ব্যবধানে যা বেড়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ। নভেম্বরে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় ১৬ দশমিক ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ কোটি ৬১ লাখ ডলারে, যা গত বছরের একই সময়ে ছিল ২৮৪ কোটি ৪০ লাখ ডলার।
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ১৭৩ কোটি ৮২ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা ১২ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। এ ছাড়া ১৫৬ কোটি ৭৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২০ দশমিক ২৮ শতাংশ।
আরটিভি/একে/এস
মন্তব্য করুন