শরিয়াভিত্তিক ৬ ব্যাংকের এলসি খোলায় শর্ত প্রত্যাহার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ০৮:৫৪ পিএম


বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

এস আলম গ্রু‌প মুক্ত শরিয়াভিত্তিক ছয়টি ব্যাংকের এলসি খোলায় শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্যাংকগুলোকে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।

ছয়টি ব্যাংক হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংক। এসব ব্যাংক আওয়ামী লীগ সরকা‌রের আম‌লে এস আলমের গ্রুপের দখলে ছিল।

বিজ্ঞাপন

এতদিন এই ব্যাংকগুলো এল‌সি খুল‌তে গে‌লে শতভাগ অর্থাৎ ১০০ টাকার এল‌সির বিপরী‌তে ১০০ টাকা মা‌র্জিন রাখার দরকার হ‌তো। বর্তমান সাধারণ নিয়ম অনুযায়ী ব্যাংক-গ্রাহকের সম্প‌র্কের ভিত্তি‌তে মা‌র্জিন নির্ধারণ করা যাবে।

শেখ হাসিনা সরকারের বি‌শেষ সংস্থার সহায়তায় নিয়মবহির্ভূতভা‌বে শরিয়াভিত্তিক এই ছয়টি ব্যাংক এস আলম গ্রু‌প দখল ক‌রে‌ছিল। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এসব ব্যাংকের বোর্ড ভেঙে এস আলম গ্রুপের দখলমুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। পরে এই ছয় ব্যাংকের ঋণ বিতরণসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়।

ওই সময়ে পাঠানো চিঠিতে বলা হয়, কৃষি, চলতি মূলধন, সিএমএসএমই, প্রণোদনা প্যাকেজ এবং নিজ ব্যাংকে রক্ষিত এফডিআরের বিপরীতে এসওডি ও শতভাগ নগদ মার্জিনের বিপরীতে বিনিয়োগপত্র ও অন্যান্য পরোক্ষ বিনিয়োগ সুবিধা ছাড়া অন্য কোনো বিনিয়োগ করা যাবে না। এসব খাতেও ৫ কোটি টাকার বেশি বিনিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। 

বিজ্ঞাপন

মেয়াদোত্তীর্ণ বা সীমাতিরিক্ত বকেয়া স্থিতির নগদ আদায় ছাড়া বিদ্যমান বিনিয়োগ সুবিধা নবায়ন করা যাবে না। অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কোনো বিনিয়োগ অধিগ্রহণ করা যাবে না। ব্যাংকের শীর্ষ ২০ ঋণগ্রহীতা থেকে আদায়ের তথ্য মাসিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। এসব ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি ও আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission