পুষ্পধারা পরিবারের মিলন মেলা ও বিজয় দিবস উদযাপন
দেশের অন্যতম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং হাউজিং কোম্পানি পুষ্পধারা পরিবারের মিলন মেলা এবং বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৬ ডিসেম্বর) হোটেল স্কাই সিটিতে মহান বিজয় দিবস উপলক্ষে তারা আয়োজন করে পুষ্পধারা পরিবারের মিলন মেলা’২৫ এবং বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে পুষ্পধারা প্রোপার্টিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলী নূর ইসলাম, প্রকিউরমেন্ট ডিরেক্টর মুহাম্মদ হাসিবুল হক উপস্থিত ছিলেন। আরও ছিলেন আইটি ডিরেক্টর মোহাম্মদ জুলফিকার আলী, এইচ আর ডিরেক্টর আতিকুর রহমান মিন্টু, ডিরেক্টর এনামুল হক এবং পুষ্প হোমসের চেয়ারম্যান মমিনুল ইসলাম মিয়াজি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আবাসন খাতে যে কয়টি বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে তার মধ্যে পুষ্পধারা অন্যতম। ২০১৫ সনে যাত্রা শুরু করে পুষ্পধারা গ্রুপ ক্রমবর্ধমান চাহিদার প্রতি লক্ষ্য রেখে হাতের নাগালে দাম রেখে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নগরায়নের স্বপ্ন বাস্তবায়ন করে চলেছে।
মন্তব্য করুন