• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসার জন্য অর্থছাড়ের সীমা শিথিল

আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৫, ১০:৩৭
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসা সহজ করতে অর্থছাড়ের সীমা শিথিল করেছে। এ জন্য একজন ভ্রমণকারী ব্যাংকের কাছ থেকে সর্বোচ্চ ১০ হাজার ডলার ছাড় করাতে পারেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে জারিকৃত এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গণ-আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রাক্কলন অনুযায়ী বিদেশি মুদ্রা ছাড় করা যাবে। ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি আন্তর্জাতিক কার্ডের ক্ষেত্রেও এ নির্দেশনা প্রযোজ্য হবে। ২০১৮ সালের বিদেশী মুদ্রা লেনদেন গাইডলাইন অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার বা তার সমপরিমাণ বিদেশি মুদ্রা ছাড় করতে পারেন অনুমোদিত ডিলাররা।

বাংলাদেশ ব্রাংকের প্রজ্ঞাপনের কপি দেশের বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদনপ্রাপ্ত সব ডিলার ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, জুলাই গণ-আন্দোলনের সময় দেড় হাজারের বেশি মৃত্যুর পাশাপাশি অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছে। গুরুতর আহতদের অনেকের উন্নত চিকিৎসা প্রয়োজন। এ ধরনের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় ১০ হাজার ডলারের সীমা শিথিল করা হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী ১০ হাজার ডলার প্রায় ১২ লাখ টাকার সমান।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি ঘোষণা
সহযোগিতা পেতে চিকিৎসকের সত্যায়িত কপি লাগবে জুলাই বিপ্লবে আহতদের: সারজিস
আজ জুলাই বিপ্লবে আহতদের হাতে স্বাস্থ্যকার্ড তুলে দেবেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা