• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

স্বর্ণের দর আবারো ৫০ হাজার টাকা ছাড়ালো

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জানুয়ারি ২০১৮, ১৮:৩৬

দেশের বাজারে স্বর্ণের দর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ মঙ্গলবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দর আগামীকাল থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, নতুর দর অনুযায়ী ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাঁড়াবে ৫০ হাজার ৭৩৮ টাকা।

সর্বশেষ গত ২৫ ডিসেম্বর সোনার দর ভরিতে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়িয়েছিল সমিতি। এ নিয়ে ১৫ দিনের ব্যবধানে দুই বার পণ্যটির দর বাড়ানো হলো।

এর তিন মাস আগে একবার দেশের বাজারে স্বর্ণের দর ৫০ হাজার টাকা ছাড়ায়।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৫০ হাজার ৭৩৮ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৪০৬ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৪৩ হাজার ১৫৭ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৬ হাজার ৫৩৬ টাকা।

আজ মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ধরা হয় ৪৯ হাজার ৩৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ১২৩ টাকা এবং ১৮ ক্যারেট ৪১ হাজার ৮৭৪ টাকা।

সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও দর সমন্বয় করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বুধবার থেকে নতুন দর কার্যকর করা হবে।

এসআর

আরও পড়ুন-

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে ম্যাট্রেস কারখানার গুদামে আগুন, মালামাল পুড়ে ছাই
আমদানি অব্যাহত, তবুও কমছে না আলু-পেঁয়াজের দাম
আজকে স্বর্ণের দাম (২৮ নভেম্বর)
ফের বাড়ল স্বর্ণের দাম