টিসিবির জন্য তেল-ডাল-চিনি কিনবে সরকার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ , ০৮:১৯ পিএম


টিসিবির জন্য তেল-ডাল-চিনি কিনবে সরকার
ফাইল ছবি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ হাজার ১৯৭ কোটি ৫৪ লাখ টাকার মসুর ডাল, ভোজ্যতেল এবং চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, পৃথক তিন স্থানীয় দরপত্রের মাধ্যমে ৫ কোটি ৫০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার। এর মধ্যে সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে প্রতি লিটার ১৭১ টাকা ৯৫ পয়সা দরে ৩৭৮ কোটি ২৯ লাখ টাকার ২ কোটি ২০ লাখ লিটার, সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে প্রতি লিটার ১৭১ টাকা ৫০ পয়সা দরে ১৮৮ কোটি ৬৫ লাখ টাকার এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল এবং শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে প্রতি লিটার ১৬২ টাকা ৯৫ পয়সা দরে ৩৫৮ কোটি ৪৯ লাখ টাকার ২ কোটি ২০ লাখ লিটার পাম অয়েল কিনবে সরকার। সব মিলিয়ে এখানে সরকারের ব্যয় হবে ৯২৫ কোটি ৪৩ লাখ টাকা। 

বিজ্ঞাপন

এ ছাড়া, দুটি স্থানীয় দরপত্রের মাধ্যমে ১৭৪ কোটি ২০ লাখ টাকার ১৫ হাজার টন চিনি কেনা হবে। এর মধ্যে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে প্রতি কেজি ১১৫ টাকা ২৫ পয়সা দরে ১১৫ কোটি ২৫ লাখ টাকার ১০ হাজার টন এবং সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে প্রতি কেজি চিনি ১১৭ টাকা ৯০ পয়সা দরে ৫৮ কোটি ৯৫ লাখ টাকার ৫ হাজার টন চিনি কিনবে সরকার। 

বৈঠকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে শবনাম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ থেকে মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়। প্রতি কেজি ৯৭ টাকা ৯১ পয়সা দরে ৯৭ কোটি ৯১ লাখ টাকার ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে।

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission