স্বস্তি ফিরলেও শঙ্কা কাটেনি রেস্তোরাঁ মালিকদের
রেস্তোরাঁয় ভ্যাট ১৫ শতাংশ না করে আগের মতো ৫ শতাংশই রাখার সিদ্ধান্ত নেয়ায় স্বস্তি ফিরেছে রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসানদের। এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যম ডয়চে ভেলের কাছে। তবে তার শঙ্কা পুরোপুরি কাটেনি।
গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। প্রজ্ঞাপনে রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এ সিদ্ধান্তে তীব্র আপত্তি জানায় রেস্তোরাঁ মালিক সমিতি। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করে তারা
গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিও ঘোষণা করে রেস্তোরাঁ মালিক সমিতি। তবে এ কর্মসূচির মাঝেই রেস্তোরাঁর ওপর থেকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানায় এনবিআর।
এনবিআরের সদস্য (মূসক বা ভ্যাট নীতি) বেলাল হোসাইন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ। আবার সরকারেরও রাজস্ব আয় বাড়ানো দরকার। তাই কিছু পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানো হয়েছিল। কিন্তু যেহেতু সাধারণ ও সীমিত আয়ের মানুষ রেস্তোরাঁর খাবারের সঙ্গে সম্পৃক্ত, তাই জনস্বার্থে রেস্তোরাঁর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি।
রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ভ্যাট আগের মতো ৫ শতাংশ রাখার সিদ্ধান্তে অনেকটা স্বস্তি ফিরলেও ইমরান হাসান মনে করেন, মূল্যস্ফীতির এই বাজারে অস্বস্তি তবু থাকবে, আসলে আরো অনেক পণ্যের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। এলপি গ্যাসের দামও বেড়ে গেছে। বাজারে পণ্যের দাম বাড়ছে। তার প্রভাব রেস্তোরাঁ ব্যবসায় পড়ছে। কিন্তু রেস্তোরাঁয় সাপ্লিমেন্টারি ডিউটি আছে। এখন সাপ্লিমেন্টারি ডিউটিরও প্রত্যাহার চান তারা।
রেস্তোরাঁ মালিকদের এই প্রতিনিধি বলেন, আমরা করোনার সময় একবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। আমাদের ব্যবসা তখন বলতে গেলে বন্ধ হয়ে গিয়েছিল। করোনার পর আমরা ঘুরে দাঁড়াচ্ছিলাম। এখন আবার মূল্যস্ফীতি। শিল্প গ্যাসের দাম আবার বেড়েছে। দেশে এখন একটা পরিবর্তিত পরিস্থিতি, ফলে ব্যবসায় মন্দা।
ইমরান হাসান জানান, ভ্যাটের বাইরে সেলস ট্যাক্সও দিতে হয় তাদের। এ কারণে বড় এক শঙ্কার কথাও উঠে আসে তার কথায়, ভ্যাটের বাইরে আমাদের সেলস ট্যাক্স দিতে হয়। বছর শেষে আমাদের বিক্রির ওপরে ৩৫ শতাংশ লাভ ধরে একটা ট্যাক্স নেয়। আর এটা এমন জটিল যে, সঠিকভাবে সেই ট্যাক্স দিতে হলে ব্যবসা তো দূরের কথা, আমাদের ঘর-বাড়ি বিক্রি করে দিতে হবে।
আরটিভি/এএইচ
মন্তব্য করুন