জাঁকজমক আয়োজনে শুরু হলো ভিশন পিঠানন্দ উৎসব সিজন ৪
দীর্ঘ প্রতীক্ষার পর শীতের আমেজে ভিশন পিঠানন্দ উৎসব সিজন ৪ শুরু হয়েছে জাঁকজমকপূর্ণ আয়োজনে। দেশজুড়ে পিঠাপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ। নিজ হাতে তৈরি করা পিঠার খ্যাতি সারা দেশে ছড়িয়ে দিতে যে কেউ এ উৎসবে অংশ নিতে পারবেন এবং জিতে নিতে পারবেন লক্ষ লক্ষ টাকার পুরস্কার।
সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভিশন ইলেকট্রনিক্সের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম। এসময় আরও হেড অফ মার্কেটিং এ.জেড.এম. ওবায়েদুল্লাহ, ব্র্যান্ড ম্যানেজার রেজওয়ানুল হক, অপারেশন ম্যানেজার আকরাম হোসেন, নূর মোহাম্মদ মামুন এবং একেএম মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা।
নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের মা-বোনেরা যেমন তাদের রান্নার দক্ষতা তুলে ধরতে পারবেন, তেমনই দেশব্যাপী স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের প্রচারও হবে। আমাদের প্রত্যাশা, তারা আত্মনির্ভরশীল হয়ে দেশ ও দশের উন্নয়নে ভূমিকা রাখবেন।
ভিশন পিঠানন্দ উৎসব অংশগ্রহণের সময়সীমা ২২ জানুয়ারি।
অংশগ্রহণের নিয়মাবলি:
পিঠার নাম, ছবি এবং রেসিপি পোস্টের কমেন্ট বক্সে উল্লেখ করতে হবে।
পিঠাটি কোন এলাকার এবং এটি কোথায় তৈরি করতে শিখেছেন, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
কোনো প্রকার অসাধু উপায় অবলম্বন করলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
আরটিভি/ ডিসিএনই
মন্তব্য করুন