ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল কিনবে সরকার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ , ০১:১৫ পিএম


loading/img
ফাইল ছবি

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত, পাকিস্তান ও মিয়ানমারের পর এবার ভিয়েতনাম থেকে জি টু জি পদ্ধতিতে ৫৭৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।    

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ভিয়েতনাম থেকে জি টু জি পর্যায়ে ১ লাখ টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ভিয়েতনামের ‘ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশেন’ থেকে প্রতি টন ৪৭৪.২৫ মার্কিন ডলার দরে এ চাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

এদিকে বৈঠকে রোজায় নিত্যপণ্যের মজুত নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রোজায় যেন ঘাটতি না হয় সেজন্য চাল ও গমের মজুত নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, চলতি মাসে ভারত ও পাকিস্তান থেকে ৫০ হাজার টন করে এক লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ভারত থেকে আমদানি করা প্রতি কেজি চালের দর ছিল ৫৬ টাকা এবং পাকিস্তান থেকে আমদানিতব্য চালের দর ছিল প্রতি কেজি প্রায় ৬০ টাকা।

আরটিভি/এমএ/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |