সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহারে নিষেধাজ্ঞা

আরটিভি নিউজ

রোববার, ১৬ মার্চ ২০২৫ , ০৮:৪২ পিএম


সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহারে নিষেধাজ্ঞা
ফাইল ছবি

সিঙ্গাপুর এয়ারলাইনস আগামী ১ এপ্রিল থেকে একটি নতুন নীতি কার্যকর করতে যাচ্ছে, যার আওতায় যাত্রীদের বিমানে ইউএসবি পোর্টের মাধ্যমে পাওয়ার ব্যাংক চার্জ করা নিষিদ্ধ হবে। একইসঙ্গে, ফ্লাইট চলাকালে পাওয়ার ব্যাংক ব্যবহার করে মোবাইল ফোন বা অন্য কোনো ব্যক্তিগত ডিভাইস চার্জ দেওয়াও নিষিদ্ধ ঘোষণা করেছে তারা।

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এয়ারলাইনসটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা-আইএটিএ এর বিপজ্জনকসামগ্রী সংক্রান্ত বিধিনিষেধের ভিত্তিতে নেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাংক লিথিয়াম ব্যাটারির অন্তর্ভুক্ত, যা তাপ উৎপন্ন করতে পারে এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি সৃষ্টি করতে পারে।  এ কারণেই বিমান চলাচলের সময় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন বিধি অনুযায়ী, যাত্রীরা শুধুমাত্র কেবিন ব্যাগেজে পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন।  কোনোভাবেই এটি চেকড লাগেজে রাখা যাবে না।  এ ছাড়া, ১০০ ওয়াটের কম ক্ষমতার পাওয়ার ব্যাংক এয়ারলাইনসের অনুমোদন ছাড়াই বহন করা যাবে, তবে ১০০ ওয়াট থেকে ১৬০ ওয়াট ক্ষমতার পাওয়ার ব্যাংকের জন্য আগেভাগে সিঙ্গাপুর এয়ারলাইনসের অনুমোদন নিতে হবে।  যেসব পাওয়ার ব্যাংকের ক্ষমতা ১৬০ ওয়াটের বেশি, সেগুলো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স বলছে, যাত্রীদের সুবিধার জন্য তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এটি মূলত উড়োজাহাজে নিরাপত্তা আরও জোরদার করতেই করা হয়েছে। যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন ফ্লাইটে ওঠার আগেই তাদের মোবাইল, ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস চার্জ করে নেন।  বিশেষ করে, যারা দীর্ঘ ট্রানজিট ফ্লাইটে ভ্রমণ করছেন, তাদের জন্য আগেভাগে প্রস্তুতি নেওয়া জরুরি।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission