এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
বিদেশে ২০ মিলিয়ন ডলার বা ১৬৫ কোটি টাকা বিনিয়োগের নামে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।
আদালতে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, ২৫ জানুয়ারি বিচারিক আদালত এই দুই জনকে জামিন দিয়েছিলেন। ওই জামিন বাতিলে হাইকোর্ট রুল জারি করেছেন। তারা যেন বিদেশ যেতে না পারেন, সে বিষয়ে পদক্ষেপ নিতে দুদককে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর আমলে নিয়ে আদালত এ রুল দিয়েছেন।
গত ২৫ জানুয়ারি ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকার হাকিম আদালত তাদের জামিন দেন।
আরও পড়ুন:
এসআর