বাংলাদেশে বিনিয়োগ করতে চায় সুইজারল্যান্ড
বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ জানালেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে।
আজ সোমবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ সুইজারল্যান্ডের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বেরসে তার দেশের এ আগ্রহের কথা জানান।
বাংলাদেশের প্রবৃদ্ধির প্রশংসা করে বেসরকারি খাতে বিনিয়োগের জন্য সুষ্ঠু পরিবেশের ওপর তিনি জোর দেন।
বাংলাদেশে বিনিয়োগবান্ধব ও স্থিতিশীল পরিবেশ আছে উল্লেখ্য করে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, দুদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে। এক্ষেত্রে সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় সুইজারল্যান্ড ও বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: ব্যাংকের ঋণ অবলোপনে ১০ সুপারিশ
--------------------------------------------------------
এসময় বাংলাদেশের ব্যবসায়ীরা বলেন, দেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের সবচেয়ে ভালো পরিবেশ রয়েছে। গত কয়েক বছর দেশের জিডিপি'র প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে নামেনি। উন্নত দেশগুলো, দক্ষিণ এশিয়ার মধ্যে বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নিচ্ছে।
এক্ষেত্রে সুইজারল্যান্ডের ব্যবসায়ীদের পোশাক ও প্রযুক্তি খাতে আরো বিনিয়োগের আহ্বান জানান ব্যবসায়ীরা।
চারদিনের সফরের দ্বিতীয় দিনের শুরুতেই বেরসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান। সেখান থেকে ফিরে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান সুইস প্রেসিডেন্ট।
সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পেও যাবেন তিনি। অ্যালেইন বেরসে প্রথম কোনো সুইজারল্যান্ডের রাষ্ট্রপ্রধান। যিনি বাংলাদেশ সফর করছেন।
আরও পড়ুন:
এসআর
মন্তব্য করুন