• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

অ্যাডভেন্ট ফার্মার আইপিও আবেদন শুরু রোববার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৯

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য অনুমোদন পাওয়া অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের আবেদন জমা নেওয়া শুরু হবে আগামীকাল রোববার। আবেদন সংগ্রহ চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬২২তম সভায় অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের আইপিও অনুমোদন দেয়া হয়।

বিএসইসি সূত্র জানায়, এর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যে দুই কোটি শেয়ার ছাড়বে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

বিএসইসি জানিয়েছে, এই অর্থ যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মাণ ও আইপিওর খরচ খাতে ব্যয় করা হবে।
--------------------------------------------------------
আরও পড়ুন: মোবাইল ব্যাংকিংয়ে সক্রিয় গ্রাহক কমেছে ১ কোটি
--------------------------------------------------------

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে অ্যাডভেন্ট ফার্মার শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) রয়েছে ১২ টাকা ৪৫ পয়সা।

বিগত চার বছরের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) গড় হারে হয়েছে ৯১ পয়সা।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসকেএফ ফার্মায় চাকরির সুযোগ
এসকেএফ ফার্মায় চাকরি, থাকবে বিদেশ ভ্রমণের সুযোগ
বছরে ৪টি বোনাসসহ চাকরি দেবে অ্যারিস্টোফার্মা
এইচএসসি পাসে ইবনে সিনায় চাকরির সুযোগ, থাকবে ওভার টাইম