• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

১৬৫ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০২

দেশের পোশাক খাতের উন্নয়নে ২০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬৫ কোটি টাকা। সোমবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে চুক্তি সই হয়েছে।

চুক্তিতে এডিবির বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিচালক ক্রিস্টেন ইংস্ট্রম ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলি রেজা ইফতেখার সই করেন।

ক্রিস্টেন ইংস্ট্রম বলেন, বাংলাদেশের অর্থনীতির এক বড় অংশ হচ্ছে পোশাক খাত। এই খাতের উপর বহু মানুষের জীবন নির্বাহ হয়। বিশেষ করে নারীদের একটি বড় অংশ এ খাতের সঙ্গে জড়িত।

তিনি বলেন, এডিবির দেয়া এই অর্থ বাংলাদেশের পোশাক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।

তৈরি পোশাকে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। দেশের জিডিপির প্রায় ১৫ শতাংশ এ খাত থেকে পূরণ হয়। এ খাতের সঙ্গে প্রায় ৪০ লাখ কর্মী জড়িত। যার ৩৫ শতাংশই নারী।

এডিবি জানায়, এই ১৬৫ কোটি টাকার ঋণ বাংলাদেশের পোশাক খাতের টেকসই উন্নয়নে ব্যয় করা হবে।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ জাহাজ কেনার ঋণ পরিশোধে ৪৭৫ কোটি টাকার চেক হস্তান্তর
শাহবাগে লোকজন জড়ো করার চেষ্টা, আরেক সংগঠক গ্রেপ্তার
ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে আটক ১৩
ঋণের প্রলোভনে ঢাকায় ৩ শতাধিক নারী-পুরুষ, বাসসহ ৭ গাড়ি জব্দ