আবারও চালু হবে ঢাকা-রোম ফ্লাইট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম ফ্লাইট আবারও চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।
রোববার ইতালির মিলানের লোম্বার্দিয়া আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
বিমানমন্ত্রী আরো বলেন, ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বন্ধে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা। পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ শিপন।
শাহজাহান কামাল বলেন, ইতালি প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিকে নানাভাবে সমৃদ্ধ করছে। তাদের সুযোগ-সুবিধার বিষয়কে প্রাধান্য দেবে সরকার।
৩৪ বছর ধরে চলার পর ২০১৫ সালের এপ্রিলে বন্ধ হয়ে যায় ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিজম বোর্ডের নির্বাহী প্রধান ড. মোহাম্মদ নাসিম উদ্দিন, লোম্বার্দিয়া আওয়ামী লীগের প্রবীণ নেতা আকরাম হোসেন, সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক জামিল আহমেদ, সারওয়ার হোসেন মোল্লা, চঞ্চল রহমান, তুহিন মাহমুদ, ভারেজ আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি সুলতান আহমেদ প্রমুখ।
আরও পড়ুন:
এসআর
মন্তব্য করুন