ফোরজির জন্য ৩৭৪৮ কোটি টাকার তরঙ্গ কিনলো দুই অপারেটর
চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজি চালুর জন্য সরকারের কাছ থেকে তিন হাজার ৭৪৮ কোটি টাকার তরঙ্গ কিনেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক।
আজ মঙ্গলবার রাজধানীর রমনায় ঢাকা ক্লাবে নিলামে ফোরজির জন্য এই তরঙ্গ ক্রয় করে অপারেটর দুটি।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সহযোগিতায় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের আয়োজনে এই নিলাম হয়। ৪ ধাপের নিলামে ২১০০ মেগাহার্টজ, ১৮০০ মেগাহার্ট, ৯০০ মেগাহার্টজ ও অবিক্রিত তরঙ্গ বিক্রির প্রস্তাব আনা হয়।
নিলাম শেষে বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, নিলামে বাংলালিংক ২১০০ মেগাহার্টজের ব্যান্ডে ৫ মেগাহার্টজ, ১৮০০ মেগাহার্টর্জের ব্যান্ডে ৫ মেগাহার্টজ এবং গ্রামীণফোন ১৮০০ মেগাহার্টজব্যান্ডে ৫ দশমিক ৬ মেগাহার্জসহ সর্বমোট ১৫ দশমিক ৬ মেগাহার্জ তরঙ্গ ক্রয় করে। যার বর্তমান বাজার মূল্য প্রায় তিন হাজার ৭৪৮ কোটি টাকা।
এই নিলামে সরকার ভ্যাটসহ ৫ হাজার ২৬৮ কোটি টাকার তরঙ্গ বিক্রি করেছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: লিনেক্সের ৮২তম শোরুম সাভারে
--------------------------------------------------------
মঙ্গলবার ঢাকা ক্লাবে সকাল পৌনে ১২টায় শুরু হয় নিলাম শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিলামে প্রতি মেগাহার্টজ স্পেকট্রামের ভিত্তিমূল্য ধরা হয় তিন কোটি ডলার।
গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের কাছে যথাক্রমে বিভিন্ন ব্যান্ডে মোট ৩২, ৩৬.৪, ২০ ও ২৫.২ মেগাহার্টজ তরঙ্গ ছিল। নিলামের পর গ্রামীণফোন ও বাংলালিংকের তরঙ্গ বেড়ে দাঁড়ালো যথাক্রমে ৩৭ ও ৩০.৬ মেগাহার্টজ।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, আজ এ তরঙ্গ কেনার পর মোবাইল ফোন অপারেটরগুলো আধুনিক ও দ্রুতগতির ফোরজি সেবা দিতে সক্ষম হবে। পাশাপাশি থ্রিজি সেবার মান ও তথ্যপ্রযুক্তি নিরপেক্ষতা বাড়বে।
আরও পড়ুন:
- মতিঝিল থেকে ধানমন্ডি ৮ বার কলড্রপ হয়: মোস্তাফা জব্বার
- ফেসবুক-গুগলে অনৈতিক পোস্ট থেকে বিজ্ঞাপন প্রত্যাহারের হুমকি ইউনিলিভারের
এসআর/এমসি/সি
মন্তব্য করুন