• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

১৬০ সিসির নতুন এক্স ব্লেড আনলো হোন্ডা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৯

১৬০ সিসির নতুন মোটরবাইক বাজারে আনলো হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। কোম্পানিটি এরইমধ্যে মোটরবাইকটির বুকিং নেয়া শুরু করেছে।

হোন্ডা বলছে, এর দাম রাখা হবে ৭৯ হাজার রুপিরও নিচে। যা বাংলাদেশি মুদ্রায় আজকের দর অনুযায়ী দাঁড়ায় প্রায় ১ লাখ টাকা।

নতুন মডেলের নাম এক্স ব্লেড।

তবে আনুষ্ঠানিকভাবে মোটরবাইকটির দামের কথা মার্চের প্রথম সপ্তাহে জানানো হবে। ওই মাসের মাঝামাঝি সময়ে মোটরবাইক ডেলিভারি দেয়া হবে।

এর আগে হোন্ডা ১৬০ সিসির সিবি হর্নেট এবং ইউনিকর্ন বাজারে ছাড়ে। যদিও ইউনিকর্ন এখন বাজারে নেই। অন্যদিকে সিবি হর্নেট একচেটিয়া রাজত্ব করছে।

হোন্ডা এক্স ব্লেড বাইকটিতে রয়েছে ১৬০ সিসি ইঞ্জিন। এতে আছে এলইডি হেডল্যাম্প। স্টাইলের সঙ্গে এই বাইকে মিলবে আরও বেশি মাইলেজ।

ভারতের রাজধানী দিল্লীতে ৮ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় অটো এক্সপো। এই এক্সপোতে হোন্ডা তাদের নতুন এই বাইক প্রদর্শন করে।

পাঁচ রঙে মোটরবাইকটি পাওয়া যাবে।

হোন্ডা জানিয়েছে, তরুণ বাইকপ্রেমীদের কথা মাথায় রেখেই নতুন এ বাইক বাজারে আনা হয়েছে।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইসিসি থেকে সুখবর পেলেন তাসকিন
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
সবাইকে ধৈর্য ধরার আহ্বান আজহারী ও শায়খ আহমাদুল্লাহর
শুক্রবার যে পদ্ধতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ করবে আইসিসি