• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

অ্যাপলের সেরা বিনিয়োগকারী হতে যাচ্ছেন ওয়ারেন বাফেট

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০১

বিশ্ববিখ্যাত ইসরায়েলভিত্তিক ওষুধ কোম্পানি টেভা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন শেয়ার কিনেছে ওয়ারেন বাফেটের মালিকানাধীন বার্কশায়ার হ্যাথওয়ে ইনকরপোরেশন। খবর রয়টার্সের।

গত বুধবার আরো জানা যায়, বার্কশায়ার অ্যাপলেরও অনেকগুলো শেয়ার কিনেছে এবং এর ফলে অ্যাপলের সাধারণ স্টকের সবচেয়ে বেশি মালিক ওয়েলস ফারগো এন্ড কোং কে ছাড়িয়ে গেছে।

বার্কশায়ার গত এক বছর ধরে আইবিএম থেকে তার বিনিয়োগের ৯৪ শতাংশই সরিয়ে ফেলেছে বলেও খবরে জানা যায়। এ বিনোয়গটি লাভজনক ছিলো না বলে স্বয়ং ওয়ারেন বাফেটই স্বীকার করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর টার্মিনাল চালানোর প্রস্তাব আমিরাতি কোম্পানির
--------------------------------------------------------

বার্কশায়ারের এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিষ্ঠানটি টেভার ১৮ দশমিক ৯ মিলিয়ন শেয়ার কিনেছে ৩শ ৫৮ মিলিয়ন ডলার দিয়ে। শেয়ার কেনার কয়েকঘন্টার মধ্যেই টেভার শেয়ারমূল্য বেড়ে যায় ১০ শতাংশ।

অপরদিকে, গতমাসে এক বিবৃতিতে বার্কশেয়ার জানিয়েছিল, তারা আমাজন এবং জেপি মরগানকে সাথে নিয়ে নিজস্ব স্বাস্থ্যসেবা কোম্পানি খুলতে চায়। এ খবর বের হওয়ার পর অন্যান্য হেলথকেয়ার কোম্পানিগুলোর শেয়ারের মূল্য পড়ে যেতে দেখা যায়।

এক বিবৃতিতে বার্কশায়ার জানায়, এটা তাদের আরেকটি বড় হোল্ডিং কোম্পানি ফিলিপস ৬৬ এর ৪৩ শতাংশ শেয়ার ৩ দশমিক তিন বিলিয়ন ডলারে ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওয়ারেন বাফেট বাৎসরিক শেয়ারহোল্ডারদের মিটিংয়ে বার্কশায়ারের অধীনস্ত ৯০টি কোম্পানির বিস্তারিত জানাবেন।

আরও পড়ুন:

কেএইচ/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর
হাসপাতালে আহতদের ক্ষোভ ‘ষড়যন্ত্রমূলক’, শেয়ার করলেন হাসনাত-সারজিস
পুঁজিবাজারের চলমান অস্থিরতা এবং কিছু প্রস্তাবনা
৯০ লাখ টাকা মুনাফা করে ৫০ লাখ জরিমানা গুনতে হবে সাকিবকে