বিমান টেনে নিয়ে গেলো টেসলার বিদ্যুতচালিত গাড়ি (ভিডিও)
একটি বড় বিমান টেনে নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে টেসলার মডেল এক্স এসইউভি গাড়ি। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। খবর বিজনেস ইনসাইডারের।
গত মঙ্গলবার ওই বিমান টেনে নেয়ার এই ভিডিও প্রকাশিত হয়। যেখানে দেখা যায়, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে ২ লাখ ৮৭ হাজার পাউন্ডের প্রায় এক হাজার ফুট লম্বা বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমান টেনে নিয়ে যাচ্ছে টেসলার এসইউভি।
তবে এমময় বিমানটিতে কোনো জ্বালানি ছিল না এবং কোনো যাত্রী ছিল না।
টেসলা জানিয়েছে, এটি তাদের এই মডেলের গাড়ির জন্য বড় কৃতিত্ব। এই মডেলের গাড়ি সাড়ে পাঁচ হাজার পাউন্ড ওজন টেনে নিতে যেতে পারে।
ফিন্যান্সিয়াল রিভিউ নামের একটি অনলাইন বলছে, গাড়িটি বোয়িং ড্রিমলাইনারকে প্রায় ৩০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
তবে কান্তাসের বিমান টেনে নেয়ার ক্ষেত্রে এটি প্রথম নয়। টেসলার বিদ্যুৎচালিত এ ধরনের গাড়ি আগেও তার প্রমাণ দিয়েছে।
দুই বছর আগে বোয়িং ৭৩৭ এবং টেসলা মডেলের এস পি৯০ডির মেলবোর্নে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়।
এসআর
মন্তব্য করুন