খেজুরের উত্তাপ রমজানে
রমজান সামনে রেখে বেড়েছে সব ধরনের খেজুরের দাম। খুচরা বাজারে খেজুরের দাম কেজিতে সর্বোচ্চ দেড় হাজার থেকে সর্বনিম্ন ১২০ টাকা। দাম বাড়ার তালিকায় যোগ হয়েছে আম-লিচুসহ বিভিন্ন মৌসুমী ফল।
ব্যবসায়ীরা জানান, সরবরাহ বাড়লে রোজার এক সপ্তাহের মধ্যে দাম স্বাভাবিক হয়ে আসবে।
রমজানে রোজাদারদের ইফতারের তালিকার অন্যতম অনুষঙ্গ খেজুর। রোজায় চাহিদা বেড়ে যাওয়ায় বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন ফলের বাজার ঘুরে দেখা যায়, প্রকারভেদে খেজুরের দাম বেড়েছে ৫০ থেকে ২০০ টাকা।
ক্রেতারা বলছেন, ইফতারিতে খেজুর আল্লাহর রহমত স্বরূপ; যেটা সৌদি আরব থেকে আসে। সুন্নত জেনেই আমাদের এই পণ্যটির প্রতি এখন চাহিদা বেশি থাকে। কিন্তু এ বছর পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে সবকিছু প্রতিকূলে নেমে যাচ্ছে।
এক বিক্রেতা জানান, বাজারে নানা ধরনের খেজুর আছে। এর মধ্যে ‘মরিয়ম’ খেজুর এখন কিনতে হচ্ছে প্রতি ৫ কেজি ৩ হাজার ৫০০ টাকা। আমরা সেটাকে ৭৫০ টাকা করে বিক্রি করছি।
তবে চাহিদা কম দামের খেজুরেই বেশি বলে জানান তিনি।
--------------------------------------------------------
আরও পড়ুন : বিমান টেনে নিয়ে গেলো টেসলার বিদ্যুতচালিত গাড়ি (ভিডিও)
--------------------------------------------------------
এবারে রমজান শুরু হবে মধুমাস জ্যৈষ্ঠে। রোজাদারদের সারাদিন তৃষ্ণা ও ক্লান্তি নিবারণ করে বাড়তি প্রশান্তি এনে দেবে আম-লিচু-তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফল। তবে, সরবারহ কম থাকায় বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের।
দেশীয় ফলের পাশাপাশি বাজারে আছে নানারকম বিদেশি ফল।
এক ক্রেতা জানান, লিচু, আম দেখছি বাজারে। অনেক কিছুই কেনার ইচ্ছা। কিন্তু বাজারে যে দাম তাতে সাধ্য তো আর সব সময় হয় না।
এক বিক্রেতা জানান, বাজারে এখন যে লিচু দেখছেন তার মধ্যে সোনারগাঁওয়ের লিচুই বেশি। এখনও রাজশাহীর লিচু আসেনি।
রমজানজুড়ে নিরাপদ ও ভেজালমুক্ত ফলের স্বাদ নিতে সরকারের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা।
আরও পড়ুন :
এসআর
মন্তব্য করুন