• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

জুলাই থেকে ৯ শতাংশের বেশি সুদ নয় ব্যাংকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জুন ২০১৮, ১৩:৫৫

আগামী জুলাই মাস থেকে বেসরকারি কোনও ব্যাংক ঋণে ৯ শতাংশের বেশি সুদ নেবে না। আজ বুধবার রাজধানীর গুলশানে জব্বার টাওয়ারে বেসরকারি ব্যাংকের মালিকরা এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন।

বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একই সঙ্গে আমানতের সুদের হার সর্বোচ্চ ৬ শতাংশ করার কথাও ওই বৈঠক থেকে জানানো হয়েছে।

নজরুল ইসলাম মজুমদার বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়ন ধারাকে চাঙা করতে জুলাইয়ের ১ তারিখ থেকে আমানতের সর্বোচ্চ সুদ হার হবে ৬ শতাংশ আর ঋণের সুদ হার হবে ৯ শতাংশ। এর চেয়ে কোনও ব্যাংক সুদ বেশি নিতে পারবে না। যেসব ব্যাংক এ সিদ্ধান্ত মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ব্যাংকের তারল্য সংকটের ধোয়া তুলে কয়েক মাস আগে হঠাৎ করেই ঋণে সুদহার বাড়িয়ে দেন ব্যাংক মালিকরা। ঋণ নিতে অধিকাংশ ব্যাংকের কাছে তখন গুনতে হয়েছে ১০ শতাংশের বেশি সুদ। ফলে এ সুদ নিয়ে আতঙ্কে ছিলেন ব্যবসায়ীরা।

---------------------------------------------------------------------------------
আরও পড়ুন : আয় ৩ লাখের বেশি হলে কর বসানোর প্রস্তাব ফিরোজ রশীদের
---------------------------------------------------------------------------------

এরপর সুদ কমাতে ব্যাংক ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা বৈঠকে বসে সরকার। বৈঠকেই নানা সুবিধাও দেয়া হয় বেসরকারি ব্যাংকে। এসব সুবিধার মধ্য ছিল আমানত ও ঋণের সুদহারের অনুপাত কমিয়ে আনা, সরকারের অর্থ বেসরকারি ব্যাংকে সঞ্চিত রাখার ভাগ বাড়ানো; সবশেষ প্রস্তাবিত বাজেটে ব্যাংকের করপোরেট কর কমিয়ে দেয়া।

কিন্তু তবু কাজ হয়নি। প্রধানমন্ত্রী নিজেই সুদহার কমানোর তাগিদ দিলেও তা অনেক ব্যাংক শোনেনি।

এখন দেখার বিষয়- বিএবির এ সিদ্ধান্তও কতদিনে কার্যকর হয়?

আরও পড়ুন :

পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়নে প্রবৃদ্ধি হবে ১০ শতাংশ

৩ কোটি ৮৬ লাখ মেট্রিক টন খাদ্য শস্য উৎপাদিত হয়েছে

এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
২১ দিনে ২০০ কোটি ডলার ছাড়িয়েছে প্রবাসী আয়
প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ
হেনরী ও তার স্বামীর ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন পৌনে ৪ হাজার কোটি