• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বিসিক প্লাস্টিক ও মুদ্রণ শিল্পনগরীতে কর্মসংস্থান হবে ৩৩ হাজার: শিল্পমন্ত্রী

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ জুন ২০১৮, ১৯:২৯

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, চলতি ২০১৭-১৮ অর্থবছরে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় ‘বিসিক প্লাস্টিক শিল্পনগরী’ এবং ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী’ শীর্ষক দু’টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ৭৪৭টি প্লটে ৭৩৫টি শিল্প ইউনিট স্থাপিত হবে এবং ৩৩ হাজার ২শ’ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।

আমির হোসেন আমু বলেন, এছাড়া সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বাফার গোডাউন নির্মাণের কার্যক্রম চলছে।

সরকারি দলের এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আওতায় মুদ্রণ শিল্পের জন্য একটি পৃথক শিল্প নগরী স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন :

এমসি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৩ ডিসেম্বর)
বাংলাদেশ ব্যাংকের বিশেষ বিধান জারি
দুই প্রকল্পে বিশ্বব্যাংক থেকে ১০৮০০ কোটি টাকা ঋণ পাচ্ছে বাংলাদেশ