• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ: ডব্লিউটিও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ আগস্ট ২০১৮, ১১:৫৩

বিশ্বের বিভিন্ন দেশে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ২০১৭ সালে এ দেশ থেকে দুই হাজার ৯০০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থা- ডব্লিউটিও এর ট্রেড স্ট্যাটিসটিকস রিভিউ- ২০১৮ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনের তথ্য মতে, গত বছর বিশ্বে মোট রপ্তানি করা পোশাকের ৬ দশমিক ৫ শতাংশ পণ্য ছিল বাংলাদেশের। আর চীনের ছিল ৩৪ দশমিক ৯ শতাংশ। সে হিসেবে পোশাক রপ্তানি তালিকার শীর্ষে রয়েছে চীন। আর এরপরেই আছে বাংলাদেশ।

প্রতিবেদন অনুযায়ী, চীন ২০১৭ সালে ১৫ হাজার ৮০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে।

তবে বাংলাদেশের জন্য শঙ্কার বিষয়- খুব শিগগির ভিয়েতনাম বাংলাদেশকে ধরে ফেলেছে। বিশ্বের পোশাক রপ্তানির বাজারে তারা তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটি গত বছর দুই হাজার ৭০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। যা বিশ্বে মোট রপ্তানিযোগ্য পোশাকের ৫ দশমিক ৯ শতাংশ।

এরপরেই আছে ভারত, তুরস্ক, হংকং, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও যুক্তরাষ্ট্র।

ওই প্রতিবেদন মতে, ২০১৭ সালে পোশাক পণ্য আমদানির শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তারা ওই বছরে ৮ হাজার ৮০০ কোটি ডলারের পোশাক আমদানি করেছে। এরপরেই আছে জাপান, হংকং, কানাডা, কোরিয়া, রাশিয়ান ফেডারেশন, চীন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের মাটিতে আমরাই ফেভারিট: জ্যোতি
কসবা সীমান্তে ২ বাংলাদেশিকে বিএসএফের গুলি
জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছেন: জামায়াত আমির
বাংলাদেশের শ্রম অধিকার চ্যালেঞ্জগুলো সমাধানের তাগিদ মার্কিন প্রতিনিধি দলের