• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

নোবেল বিজয়ী স্যার রিচার্ড জন রবার্টস্ কে এসিআই'র সংবর্ধনা

আরটিভি অনলাইন

  ১০ মার্চ ২০১৯, ১৭:৪৫

নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত ব্রিটিশ প্রাণরসায়নবিদ ও আণবিক জীববিজ্ঞানী স্যার রিচার্ড জন রবার্টস্’কে সংবর্ধনা দিয়েছে এসিআই লিমিটেড। গত বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকার তেজগাঁও এ অবস্থিত এসিআই সেন্টারের হলরুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে এসিআই লিমিটেডের চেয়ারম্যান জনাব এম আনিস উদ্ দ্দৌলা উদ্বোধনী অতিথিদের অভ্যর্থনা জানান। এসময় নোবেল বিজয়ী স্যার রিচার্ড জন রবার্টস্’কে এসিআই’তে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে এসিআই এগ্রিবিজনেস এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ডঃ এফ এইচ আনসারী বাংলাদেশের কৃষি ব্যবস্থার সার্বিক অবস্থা তুলে ধরেন। ড: আনসারী আরো বলেন “এসিআই এর স্বপ্ন হল ভবিষ্যতের কৃষিকে আরো আকর্ষণীয় ও উপভোগ্য করে তোলা, যাতে শিক্ষিত জনগোষ্ঠী কৃষি কাজের প্রতি আরো বেশী অনুপ্রাণিত হয়।”

এসিআই লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দেশের উৎপাদন ব্যবস্থাপনাকে আরো গতিশীল করতে দেশের বৈজ্ঞানিকদের প্রতি আহ্বান জানান।

যখন উন্নয়নশীল দেশের লক্ষ লক্ষ লোক অনাহারে বুভুক্ষ থাকছে, তখন “পরিবর্তিত জ্বীনতত্ত্ব জীব” জি.এম.ও. কে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বাড়াতে আহ্বান জানান। তিনি এদেশের সাধারণ জনগণের জন্য খাদ্যে পুষ্টিগুণ বাড়াতে এই প্রযুক্তি ব্যবহার করতে গুরুত্বারোপ করেন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা ব্যবস্থাপক, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিজ্ঞানী বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

আর/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসিআইতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন
স্নাতক পাসে নিয়োগ দেবে এসিআই মটরস 
অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে এসিআই মটরস
চাকরি দেবে এসিআই, নেবে ৩০ জন