• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

আঞ্চলিক অর্থনীতি এগিয়ে নিতে যৌথভাবে কাজ করা প্রয়োজন: রিভা গাঙ্গুলি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ এপ্রিল ২০১৯, ১২:১৭
রিভা গাঙ্গুলি দাস- ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন, পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক অর্থনীতিকে এগিয়ে নিতে বাংলাদেশ ও ভারতের যৌথভাবে কাজ করা প্রয়োজন।

শনিবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

রিভা গাঙ্গুলি বলেন, সিলেটের মাধ্যমে ভারতের সেভেন সিস্টার খ্যাত উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে।ভৌগোলিক সুবিধা, উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ-বান্ধব পরিবেশের কারণে প্রতিবেশী দেশ দু’টির দ্বি-পক্ষিক বাণিজ্য বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় চেম্বারগুলোর সঙ্গে বিজনেস টু বিজনেস সম্পর্ক বৃদ্ধি ও সমঝোতা স্মারকের ওপরও গুরুত্বারোপ করেন।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে ভারতীয় হাই কমিশনের যেকোনও কার্যক্রমে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি, সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মোঃ সাহিদুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়