• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

১৯ মে থেকে সব বেসরকারি টিভি বঙ্গবন্ধু স্যাটেলাইটে: তথ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মে ২০১৯, ১৫:৪৭

আগামী ১৯ মে থেকে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করবে। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হোটেল ঢাকা ওয়েস্টিনে বেক্সিমকোর ডিটিএইচ সেবা উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ না করলে জুলাই থেকে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন,আকাশ ডিটিএইচ সেবা চালুর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রত্যক্ষ সুফল মিললো। দেশের প্রতিটি শহরের রাস্তাঘাটে তারের যে জঞ্জাল ঝুলছে তা এই সেবা চালুর মাধ্যমে অনেকটাই কমবে।

এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বেক্সিমকো কমিউনিকেশন্সের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং বেক্সিমকো কমিউনিকেশন্সের চেয়ারম্যান শায়ান এফ রহমান উপস্থিত ছিলেন।

১৯ মে থেকে দেশের ২০টি জেলায় আকাশ ডিটিএইচ-এর বাণিজ্যিক সেবা পাওয়া যাবে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই সেবা মিলবে।

জেলাগুলো হলো-ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়িয়াম এবং সুনামগঞ্জ।

অনুষ্ঠানে জানানো হয়, পে-টিভি শিল্পে ডিটিএইচ একটি উন্নত প্রযুক্তি। এই প্রযুক্তিতে সর্বোচ্চ মানের ছবি ও শব্দের নিশ্চয়তা দিয়ে ১১০ টি চ্যানেল নিয়ে চালু হয়েছে আকাশ ডিটিএইচ। আকাশ ডিটিএইচে পাওয়া যাচ্ছে ইউনিভার্সাল ‘কেউ ইউ’ ব্যান্ডের ডিশ অ্যান্টেনা, এলএনবি, সেট টপ বক্স এবং রিমোটসহ পুরো সংযোগের দাম ৬ হাজার ৪৯৯ টাকা।

ক্যাবল ছাড়া ডিটিএইচের মাধ্যমে টিভি দেখতে হলে গ্রাহককে প্রতিমাসে ৩৯৯ টাকা দিতে হবে।

অনুষ্ঠানে বেক্সিমকোকে এই মূল্য কমানোর অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি আরও বলেন,ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার অন্যতম সহযোগী এই ডিটিএইচ সেবা। এই সেবা চালুর মাধ্যমে ক্যাবল টিভি অপারেটরদের দৌরাত্ম্য থাকবে না। মানুষ নিশ্চিন্তে ঘরে বসে বিনোদন উপভোগ করতে পারবেন।

এস

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে ইরান
উপকূলের আকাশে উড়ছে রঙিন ফানুস
ফানুসের আলোয় আলোকিত চট্টগ্রামের আকাশ
নদী ভাঙনে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন