পেঁয়াজ আমদানিতে ভারত ধোঁকা দিয়েছে: বাণিজ্যমন্ত্রী
পেঁয়াজ আমদানিতে ভারত ধোঁকা দিয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সংকটের এ শিক্ষাকে সম্পদে পরিণত করা হয়েছে। ৩ বছরের মধ্যে দেশের উৎপাদিত পেঁয়াজ বিদেশে রপ্তানি করা হবে। প্রতিদিন এক থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে, শিগগিরই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে।
আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে আড়াই হাজার টন পেঁয়াজের একটি চালান এসেছে। আরও কয়েকটি চালান আসার অপেক্ষায় রয়েছে। বাজার নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
টিপু মুনশি বলেন, আমদানি করা পেঁয়াজ ছাড়াও আগামী কয়েক দিনের মধ্যে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক হবে। এতে সৃষ্ট পেঁয়াজের সংকট খুব অল্প সময়ের মধ্যে নিরসন হবে।
বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান, মেট্রোপলিটন কমিশনার আব্দুল আলীম মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন ও অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসজে/এসএস
মন্তব্য করুন