• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শেয়ারবাজারে লেনদেন শুরু করতে বিএসইসির অনাপত্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মে ২০২০, ১৭:২৭
BSEC is reluctant to start trading in the stock market
ফাইল ছবি

আগামী ৩১ মে থেকে শেয়ারবাজারে লেনদেন শুরুর বিষয়ে অনাপত্তি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে কত তারিখ থেকে লেনদেন হবে সেই সিদ্ধান্ত নেয়ার ভার দেয়া হয়েছে দুই স্টক এক্সচেঞ্জের ওপর।

আজ বৃহস্পতিবার (২৮ মে) নবগঠিত বিএসইসির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩১ মে থেকে লেনদেন চালুর প্রস্তুতি নেয়া হয়েছে। এখন বিএসইসির নির্দেশনা হাতে পাওয়ার পর এ বিষয়ে সংশ্লিষ্ট সবপক্ষকে অবহিত করা হবে।

এর আগে ডিএসইর সব কর্মকর্তা কর্মচারীদের ৩১ মে অফিসে যোগ দিতে চিঠি দেয় কর্তৃপক্ষ। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক জানান, বিএসইসির নির্দেশনা পাওয়ার পর লেনদেন চালুর বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। আশা করছি, আজকের মধ্যেই এ বিষয়ে নোটিশ দেয়া হবে।

গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করার পর তার সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারের লেনদেনও বন্ধের ঘোষণা দেয়া হয়। এর পর দুই মাসেরও বেশি সময় লেনদেন বন্ধ রয়েছে। এরই মধ্যে বিনিয়োগকারীদের পক্ষ থেকে লেনদেন চালুর দাবি জানানো হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেয়ারবাজারের পতন ঠেকাতে নতুন নিয়ম চালু
১৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করছে বেক্সিমকো
আরও ২৩ কোম্পানির ফ্লোর প্রাইস উঠে গেল
৩৫টি বাদে সব কোম্পানির ফ্লোর প্রাইস উঠে গেল
X
Fresh