• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চলতি অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুন ২০২০, ২২:৩০
New record in remittances in the current financial year
চলতি অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড

চলতি অর্থবছরে (২০১৯-২০২০) ৩ জুন পর্যন্ত বাংলাদেশ সর্বোচ্চ রেমিট্যান্স অর্জন করেছে। এ সময়ে বাংলাদেশ অর্জন করেছে ১৬.৫৬ বিলিয়ন মার্কিন ডলার। গত ২০১৮-১৯ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৬.৪২ বিলিয়ন মার্কিন ডলার। এ অর্থবছরের এক মাস বাকি থাকতেই ১৬.৫৬ বিলিয়ন মার্কিন ডলারের এই রেকর্ড অর্জন হয়েছে। এটা যে কোনো অর্থবছরের তুলনায় সর্বোচ্চ রেকর্ড।

শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ ৩৪ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করলো। যে কোনো সময়ের তুলনায় কোনো আর্থিক বছরের এই সময় (৩ জুন) পর্যন্ত এটাই হচ্ছে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভের ইতিহাস।

প্রসঙ্গত, দেশে প্রথমবারের মতো রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল ২০১৭ সালে যা ছিল ৩৩.৬৮ বিলিয়ন মার্কিন ডলার।
পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
রত্না-আলেকজান্ডারের নতুন রেকর্ড
১৯ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা
নতুন রেকর্ডে ট্রেবলের পথে লেভারকুসেন
X
Fresh